পূর্ব বর্ধমান, ১৭ অক্টোবর (হি.স.): বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে গুরুতর জখম হলেন ৯ জন। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার গিরি নগর এলাকায় একটি ট্রাকের সঙ্গে যাত্রীবোঝাই বাসের এই মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি বাড়ির ভিতরে ঢুকে যায়।
আহত ব্যক্তিদের পুলিশ উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন চিকিৎসার জন্য। স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক দু’জনকে ছেড়ে দিলেও তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের স্থানান্তরিত করেন।
বাসটি কাইগ্রাম থেকে মেমারি দিকে যাচ্ছিল। কুসুমগ্রাম থেকে একটি বড লরি পুটশুরির দিকে যাচ্ছিল। দ্রুতগামী ট্রাক বাসটিকে ধাক্কা মেরে চলে যায়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি রাস্তার ধারে বাড়ির মধ্যে ঢুকে যায়।
বাড়ি এক বাসিন্দা বলেন, সকলে ঘুমিয়েছিলাম। বাড়ির ক্ষয়ক্ষতি হলেও কপাল জোরে আমরা বেঁচে গিয়েছি। তবে এই ঘটনায় আহত হয়েছেন ৯ জন, তার মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে খবর|
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত