পালামু, ১৭ অক্টোবর (হি.স.): ঝাড়খণ্ডের পালামুতে পথ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার সকালে হুসেনাবাদ থানা এলাকার অন্তর্গত দুলহার গ্রামের কাছে। ঘটনায় এক শিশুর মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গেছে ,দুলহার গ্রামের বাসিন্দা রবীন্দ্র রামের শিশুপুত্র মায়ানন্দ রাম বাসের ধাক্কায় প্রাণ হারায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত শিশুকে হাসপাতালে পাঠায়। যেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃত দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন