কলকাতা, ১৭ অক্টোবর, (হি.স.): ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ডিজিটাল ‘যুদ্ধে’ জোর দিচ্ছে তৃণমূল। ডিজিটাল মাধ্যমে নতুন কর্মসূচি নিয়ে এসেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তাঁর আর্জিতে সাড়া দিয়ে শুক্রবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫০ হাজার মানুষ নাম নথিভুক্ত করিয়েছেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এই সংক্রান্ত ঘোষণা করেন তিনি। প্রায় ৩ মিনিটের ভিডিওতে অভিষেকের বক্তব্য, ‘আমাদের মাতৃভূমি, প্রিয় বাংলার অহংকার, ঐতিহ্য ধ্বংস করতে নেমেছে বহিরাগত বাংলা বিরোধী জমিদার বাহিনী। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারা ডিজিটাল মাধ্যমে মিথ্যা ছড়াচ্ছে। এবার তাই আমাদের যুদ্ধও শুরু হল ডিজিটাল মাধ্যমে। আমাদের উদ্দেশ্য, বাংলার সম্মান, অধিকার ফিরিয়ে আনা। তার জন্য যত দূর লড়তে হয়, লড়ব। সেই কারণে আমি শুরু করছি ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ নামে এই ডিজিটাল কর্মসূচি, যা পরিচালনা করবেন দলের তরুণরা।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত