রামগড়ে সহকর্মীর সঙ্গে বিবাদ,উঠলো হত্যার অভিযোগ
রামগড়, ১৭ অক্টোবর (হি.স.) : ঝাড়খণ্ডের রামগড় শহরের একটি নির্মীয়মান বহুতল থেকে গভীর রাতে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়।অভিযোগ, বেতনের টাকাকে কেন্দ্র করে দুই নিরাপত্তারক্ষীর মধ্যে বিবাদ চরমে উঠলে, এক নিরাপত্তারক্ষী সহকর্মীকে কুঠার দিয়ে কুপিয়ে
রামগড়ে সহকর্মীর সঙ্গে বিবাদ,উঠলো হত্যার অভিযোগ


রামগড়, ১৭ অক্টোবর (হি.স.) : ঝাড়খণ্ডের রামগড় শহরের একটি নির্মীয়মান বহুতল থেকে গভীর রাতে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়।অভিযোগ, বেতনের টাকাকে কেন্দ্র করে দুই নিরাপত্তারক্ষীর মধ্যে বিবাদ চরমে উঠলে, এক নিরাপত্তারক্ষী সহকর্মীকে কুঠার দিয়ে কুপিয়ে খুন করে। নিহতের নাম সুনীল সিং, বাড়ি বাজার সমিতি এলাকায়। অভিযুক্ত শঙ্কর মাহতো রজরাপ্পা থানার বহাতু জামীরা গ্রামের বাসিন্দা।

শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর শঙ্কর মাহতো নিজের কক্ষে কুঠার ফেলে রেখে সাইকেল নিয়ে সোজা রামগড় থানায় হাজির হয়। থানায় গিয়ে সে স্বীকার করে, “আমি আমার সহকর্মী সুনীল সিংকে খুন করেছি।” তার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

এক পুলিশ আধিকারিক জানিয়েছে , “অভিযুক্ত জানিয়েছে যে তাকে কাজের তুলনায় কম পারিশ্রমিক দেওয়া হচ্ছিল। পাশাপাশি সুনীল প্রায়ই মালিকের কাছে তার নামে অভিযোগ করত, যার ফলে সে নিয়মিত বকুনি খেত। বুধবারও একই ঘটনা ঘটায় সে ক্ষিপ্ত হয়ে পড়ে। রাতে মদ্যপ অবস্থায় কুঠার দিয়ে সুনীলের মাথায় একাধিক আঘাত করে খুন করে।”

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande