দেহরাদূন, ১৭ অক্টোবর (হি.স.) : বদ্রীনাথ ধামের একেবারে সামনে অবস্থিত নার পর্বতে তুষারধসের ঘটনা ঘটায় এলাকায় কিছুক্ষণ আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। তবে ঘটনাস্থল জনশূন্য হওয়ায় কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি। প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, এই তুষারধসের ফলে কোনও ক্ষতি হয়নি।
শুক্রবার দুপুরে নার পর্বতের হিমবাহের একাংশ ভেঙে নিচে পড়ে যায়।পাহাড় থেকে বরফের বিশাল চাঙর নিচের খাদে গড়িয়ে যেতে দেখে উপস্থিত তীর্থযাত্রী ও স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই মোবাইলের ক্যামেরায় সেই দৃশ্য ধারণ করেন, যা পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। প্রশাসন জানিয়েছে, পাহাড়ি অঞ্চলে এই ধরনের তুষারধস সাধারণ ঘটনা এবং বদরীনাথ ধামের পূজা বা দর্শনে এর কোনও প্রভাব পড়েনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য