ভোপালে পথ দুর্ঘটনা : গাড়ি উল্টে মৃত এক পড়ুয়া , আহত ৫
ভোপাল, ১৭ অক্টোবর (হি.স.): মধ্যপ্রদেশের ভোপালে ভয়াবহ দুর্ঘটনা।দুর্ঘটনায় প্রাণ হারায় এক একাদশ শ্রেণির পড়ুয়া।গুরুতর আহত আরও ৫ জন। যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার দুর্ঘটনাটি ঘটে কলার থানার অন্তর্গত চিকলি ব্যারাগড় এলাকার কাছে। একটি গাড়ি
ভোপালে পথ দুর্ঘটনা : গাড়ি উল্টে মৃত এক পড়ুয়া , আহত ৫


ভোপাল, ১৭ অক্টোবর (হি.স.): মধ্যপ্রদেশের ভোপালে ভয়াবহ দুর্ঘটনা।দুর্ঘটনায় প্রাণ হারায় এক একাদশ শ্রেণির পড়ুয়া।গুরুতর আহত আরও ৫ জন। যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার দুর্ঘটনাটি ঘটে কলার থানার অন্তর্গত চিকলি ব্যারাগড় এলাকার কাছে। একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তিনবার উল্টে যায় এবং ডিভাইডার ভেঙে রাস্তার অপর প্রান্তে গিয়ে থামে।

মৃত পড়ুয়ার নাম আদিত্যবীর চৌধুরী ওরফে ‘আদি’ (১৬) কলারের দানিশ কুঞ্জ এলাকার বাসিন্দা। সে স্থানীয় একটি বেসরকারি স্কুলের একাদশ শ্রেণির পড়ুয়া। প্রতিদিন ভোরে ব্যাডমিন্টন খেলতে যেত সে। শুক্রবার সকালেও ব্যাডমিন্টন খেলার পর আদিত্যবীর তার পাঁচ বন্ধু নির্মাণ, আবদুল্লা, শ্রীয়াংশ, যুবরাজ ও বিশ্বরোধকে নিয়ে চা খেতে বেরিয়েছিল। ফেরার পথে ডি-মার্টের কাছে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল। চালক নিয়ন্ত্রণ হারালে গাড়ি উলটে যায় এবং এক যুবক গাড়ির ভেতর আটকে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের পর, পুলিশ শুক্রবার বিকেলে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande