পূর্ব চম্পারণ, ১৭ অক্টোবর (হি.স.): মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ।শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে শ্রীপুর এসএসটি পয়েন্টের কাছে অভিযান চালিয়ে ৯৬০ গ্রাম মাদক (চরস) সহ এক পাচারকারীকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে , ধৃতের নাম সঞ্জয় পণ্ডিত। তার কাছ থেকে একটি বাইক উদ্ধার করা হয়েছে।
এক পুলিশ আধিকারিক জানান, গোপন তথ্য আসে এক ব্যক্তি বিপুল পরিমাণ চরস নিয়ে নেপালের দিকে যাওয়ার চেষ্টা করছে। খবর পেয়ে পুলিশের দল শ্রীপুরের কাছে তল্লাশি শুরু করে। সন্দেহজনক একটি বাইক থামিয়ে তল্লাশি চালিয়েই প্রায় ৯৬০ গ্রাম মাদক (চরস) উদ্ধার করা হয়। অভিযুক্তকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া মাদক (চরস) ও বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য