অনন্তনাগ, ১৭ অক্টোবর (হি.স.): দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে পথ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে ,বিজবেহারা চকের কাছে। ঘটনায় এক যুবক গুরুতর আহত হয়। শুক্রবার এক পুলিশ আধিকারিক জানান, আহত যুবকের নাম সাবজার আহমেদ ওয়ানি। তিনি অনন্তনাগের দৈলগামের বাসিন্দা । বিজবেহারা চকের কাছে একটি গাড়ির (ডাম্পার) সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে হাসপাতালে পাঠায়। যেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন