গাইঘাটা, ১৭ অক্টোবর (হি. স.) : উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা এলাকার চিকনপাড়ায় নির্মীয়মান বাড়ির সামনে থেকে উদ্ধার পরিযায়ী শ্রমিকের দেহ। নিজের বাড়ির একদম কাছ থেকে উদ্ধার হয়েছে দেহ। এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম বিপুল বালা। বয়স ৫৬ বছর। বাড়ি চিকন পাড়া মিলন পল্লী এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিপুল মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। দু’দিন আগে তিনি বাড়িতে ফিরেছেন। পরিবারের লোকজন বলছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিলেন। তবে রাতে আর বাড়ি ফেরেনি। সকালে বাড়ি থেকে প্রায় দু’শো মিটার দূরে একটি নির্মীয়মান বাড়ির সামনে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় গাইঘাটা থানায়। গাইঘাটা থানার পুলিশ এসে তার দেহ উদ্ধার করে।
বিপুলের বাবা-মা কয়েক বছর আগে মারা গিয়েছেন। মৃতের পরিবারে ছিলেন তাঁর এক বৃদ্ধা মাসি। সেই বৃদ্ধা জানান, “বিপুল প্রতিদিন রাত ১০-১১ মধ্যে বাড়ি চলে আসে। গতকাল রাতে বাড়ি না ফেরায় তাকে ফোন করেছিলাম। কিন্তু ফোন বেজে গেলেও কেউ তোলেনি। রাতে বিপুল বাড়ি না ফেরায় সকালে তিনি গাইঘাটা থানায় নিখোঁজ অভিযোগ করতে যান। সেখানে বসেই তিনি প্রতিবেশীদের কাছ থেকে বিপুলের খবর পান।” তাঁর দাবি, বিপুলকে খুন করা হয়ে থাকতে পারে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখুন।
হিন্দুস্থান সমাচার / সোনালি