কলকাতাকে ‘নিরাপদতম’ শহর বলে উল্লেখ করে বিরোধীদের নিশানা মুখ্যমন্ত্রীর
কলকাতা, ১৭ অক্টোবর (হি.স.): কলকাতাকে ‘নিরাপদতম’ শহর বলে উল্লেখ করে শুক্রবার বিরোধীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় জানবাজারে কালীপুজো উদ্বোধনে গিয়ে তিনি বলেন, ‘ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে কি নিরাপদ আছেন? কলকাতা
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ১৭ অক্টোবর (হি.স.):

কলকাতাকে ‘নিরাপদতম’ শহর বলে উল্লেখ করে শুক্রবার বিরোধীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় জানবাজারে কালীপুজো উদ্বোধনে গিয়ে তিনি বলেন, ‘ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে কি নিরাপদ আছেন? কলকাতা হলো নিরাপদতম শহর। এটা আমরা বলছি না। এটা কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে।’

বিরোধীদের কটাক্ষ করে মমতা এ দিন বলেন, ‘আর কোথাও এত শান্তিতে থাকতে পারেন? কত ঘটনা ঘটে অন্য রাজ্যে। আমি চাই না, আমাদের রাজ্যে কোনও ঘটনা ঘটুক। কিন্তু যদি কোনও ঘটনা ঘটে, আপনারা বলেন বাংলা নিরাপদ নয়। আপনারা থাকছেন কী করে তা হলে? রোজ রাস্তা অবরোধ করছেন, রোজ আদালতে যাচ্ছেন? বাংলা নিরাপদ না হলে কোনটা নিরাপদ?’

প্রসঙ্গত, শুক্রবার থেকেই শহরের বিভিন্ন ক্লাবের কালীপুজোর উদ্বোধন শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande