কলকাতা, ১৭ অক্টোবর, (হি.স.): বন্ধুর সঙ্গে বেরিয়ে তরুণীর রহস্যমৃত্যু। যুবকের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ মৃতার পরিবার। ইতিমধ্যেই ওই যুবককে গ্রেফতারের পর তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
মৃতা তরুণীর নাম রিয়া সোনকার। কলকাতার বড়বাজার চত্বরে থাকতেন তিনি। অভিযুক্ত যুবকের নাম অঙ্কিত মিশ্র। সূত্রের খবর, বৃহস্পতিবার বেশি রাতে বাইকে বান্ধবীকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন অঙ্কিত। সেখানেই বিপত্তি। যুবকের দাবি, বড়বাজার এলাকায় পথ দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। রক্তাক্ত অবস্থায় তরুণীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরই তরুণীর বাড়িতে খবর দেওয়া হয়।
খবর পেয়ে তাঁর বন্ধুকেই কাঠগড়ায় তোলেন পরিবারের সদস্যরা। হেস্টিংস থানায় যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন তাঁরা। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় অঙ্কিতকে। পুলিশ জানিয়েছে, ঠিক কী ঘটেছিল, দুর্ঘটনা নাকি পরিকল্পনামাফিকই তরুণীকে নিয়ে বেরিয়েছিলেন যুবক, তা খতিয়ে দেখা হচ্ছে।
ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। পাশাপাশি জেরা করা হচ্ছে ধৃতকে। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন মৃতার পরিবারের সদস্যরা।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত