লখনউ, ১৭ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের রাজধানী লখনউ-এর নবাব ওয়াজিদ আলি শাহ প্রাণি উদ্যানের (চিড়িয়াখানা) পরিচালিকা আদিতি শর্মা স্থানীয় জনগণকে অনুরোধ করেছেন যে, বন্যপ্রাণীর ক্ষতি এড়াতে দ্রুতগামী ও জোরালো আতশবাজি ব্যবহার না করা হোক। তিনি সবাইকে পরামর্শ দিয়েছেন, পরিবেশবান্ধব “ইকো-গ্রিন” দীপাবলি পালন করুন এবং পরিবেশকে সুস্থ রাখতে সহায়তা করুন।
আদিতি শর্মা শুক্রবার দীপাবলির শুভেচ্ছা জানিয়ে সবাইকে অনুরোধ করেছেন, দীপাবলিতে জোরালো শব্দযুক্ত রকেট বা এমন আতশবাজি ব্যবহার না করতে যা উপরে উঠে ফাটে। এই ধরনের আতশবাজি আশেপাশের বন্যপ্রাণীর ক্ষতির সম্ভাবনা থাকে। যদি আতশবাজি ব্যবহার করতে হয়, তবে কম শব্দযুক্ত আতশবাজি ব্যবহার করুন। বেশি আতশবাজি ব্যবহার করলে পরিবেশে দূষণ ছড়ায় এবং চিড়িয়াখানার প্রাণীদের জন্য সমস্যা তৈরি হয়।
তিনি আরও বলেছেন, এই বন্যপ্রাণীরা আমাদেরই। তাদের সুস্থ রাখা আমাদের সবার দায়িত্ব। তাই সবাইকে অনুরোধ, ইকো-গ্রিন দীপাবলি পালন করুন এবং পরিবেশকে সুস্থ রাখার জন্য সহযোগিতা করুন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য