কেরল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ফালাকাটার পরিযায়ী শ্রমিক, উদ্বিগ্ন পরিবার
ফালাকাটা, ১৭ অক্টোবর (হি. স.) : কেরল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ আলিপুরদুয়ারের ফালাকাটার এক পরিযায়ী শ্রমিক। হাঞ্জলা ফিরদৌস নামে ওই পরিযায়ী শ্রমিকের বাড়ি আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের লছমনডাবরি গ্রামে। পরিবার সূত্রে জানা
কেরল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ফালাকাটার পরিযায়ী শ্রমিক, উদ্বিগ্ন পরিবার


ফালাকাটা, ১৭ অক্টোবর (হি. স.) : কেরল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ আলিপুরদুয়ারের ফালাকাটার এক পরিযায়ী শ্রমিক। হাঞ্জলা ফিরদৌস নামে ওই পরিযায়ী শ্রমিকের বাড়ি আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের লছমনডাবরি গ্রামে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, দেড় মাস আগে রাজমিস্ত্রির কাজ করতে কেরলে গিয়েছিলেন হাঞ্জলা ফিরদৌস। রবিবার বাড়ি ফেরার উদ্দেশ্যে ট্রেনে ওঠেন তিনি। সোমবার সন্ধ্যা পর্যন্ত স্ত্রী ও বাবার সঙ্গে শেষবারের মতো কথা হয় তাঁর। তারপর থেকেই তাঁর মোবাইল বন্ধ। পরিজনরা বলছেন, মঙ্গলবারের মধ্যেই তাঁর বাড়িতে ফিরে আসার কথা ছিল। কিন্তু একদিকে যোগাযোগ বন্ধ, অন্যদিকে এখনও বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন গোটা পরিবার। পরিবারের তরফে বুধবার নিউ ময়নাগুড়ি জিআরপিএফের কাছে অভিযোগ দায়ের করা হয়। বৃহস্পতিবার ফালাকাটা থানাতেও বিষয়টি জানায় পরিবার।

শ্রমিকের স্ত্রী আনোয়ারি খাতুন সাত মাসের অন্তঃসত্ত্বা। শুক্রবার তিনি জানান, সোমবার সন্ধ্যায় শেষবারের মতো স্বামীর সঙ্গে কথা হয়েছিল তাঁর। তারপর থেকে মোবাইল বন্ধ। বাড়ির সবাই দুশ্চিন্তায় রয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande