ফ্ল্যাশ : ভোপালে পথ দুর্ঘটনা : গাড়ি উল্টে মৃত এক পড়ুয়া , আহত ৫
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
19 Oct 2025
গুয়াহাটি, ১৯ অক্টোবর (হি.স.) : কালী পূজা ও দীপাবলির প্রাক্কালে অসমের সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল লক্ষ্মণপ্ৰসাদ আচার্য। এক বার্তায় পরিবেশগত দায়বদ্ধতার সাথে দেবী কালীর উপাসনা এবং দীপাবলি উদযাপনের আহ্বান জানিয়েছেন রাজ্..
আগরতলা, ১৯ অক্টোবর (হি.স.) : ত্রিপুরার বিভিন্ন স্থানে পরিচালিত পৃথক অভিযানে মোট ২৪ জন সন্দেহভাজন অনুপ্রবেশকারীকে আটক করেছে বিএসএফ ও ত্রিপুরা পুলিশ। তাদের মধ্যে ১৪ জন বাংলাদেশি এবং ১০ জন রোহিঙ্গা বলে জানা গেছে। বিএসএফ-এর প্রেস বিবৃতিতে জানানো হয়েছ..
উদয়পুর (ত্রিপুরা), ১৯ অক্টোবর (হি.স.) : গোমতী জেলার মাতাবাড়ি ত্রিপুরাসুন্দরী মন্দির প্রাঙ্গনে আগামীকাল তথা ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিনব্যাপী দীপাবলি উৎসব ও মেলা। ২০ অক্টোবর সন্ধ্যায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা ..
আগরতলা, ১৯ অক্টোবর (হি.স.) : আগামী ২৩ অক্টোবর ত্রিপ্রাসা সিভিল সোসাইটি নামক একটি সংগঠনের ডাকা ২৪ ঘণ্টার ত্রিপুরা বনধকে তীব্র সমালোচনা করলেন তিপ্রা মথা সমর্থিত ত্রিপুরা আদিবাসী স্বশাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) এমডিসি পদ্মলোচন ত্রিপুরা। তাঁর বক্তব্..
Copyright © 2017-2024. All Rights Reserved Hindusthan Samachar News Agency
Powered by Sangraha