বিলোনিয়ায় সিপিআই(এম)-এর প্রতিষ্ঠা দিবস পালিত
বিলোনিয়া (ত্রিপুরা), ১৭ অক্টোবর (হি.স.) : “দুনিয়ার মজদুর এক হও” — এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় পালিত হল ভারতের কমিউনিস্ট পার্টির তথা সিপিআই(এম) -এর প্রতিষ্ঠা দিবস। সিপিআই(এম) বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে দুপ
সিপিএমের প্রতিষ্ঠা দিবস


বিলোনিয়া (ত্রিপুরা), ১৭ অক্টোবর (হি.স.) : “দুনিয়ার মজদুর এক হও” — এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় পালিত হল ভারতের কমিউনিস্ট পার্টির তথা সিপিআই(এম) -এর প্রতিষ্ঠা দিবস। সিপিআই(এম) বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে দুপুর বারোটা নাগাদ দলেরবিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি।

অনুষ্ঠানের সূচনা হয় পার্টির পতাকা উত্তোলনের মাধ্যমে। পতাকা উত্তোলন করেন পার্টির প্রবীণ নেতা নারায়ণ কর। এরপর শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা কমিটির সম্পাদক তাপস দত্ত, রাজ্য কমিটির সদস্য বাসুদেব মজুমদার, মহকুমা সম্পাদক বিজয় তিলক, বিধায়ক দীপংকর সেন, বিধায়ক অশোক মিত্র, শ্রমিক নেতা আশিষ দত্তসহ পার্টির বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রবীণ কমিউনিস্ট নেতা নারায়ণ কর তাঁর বক্তব্যে ভারতের কমিউনিস্ট পার্টির গৌরবময় ইতিহাস তুলে ধরেন এবং কেন্দ্রীয় সরকারের নীতির তীব্র সমালোচনা করেন। জেলা সম্পাদক তাপস দত্ত ও সম্পাদকমণ্ডলীর সদস্য সুধন দাস বলেন, “শ্রমিক-কৃষক ও মেহনতি মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে কমিউনিস্ট পার্টি আজও জনগণের পাশে থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে।”

এদিনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত হল সভায় বক্তারা পার্টির অতীত সংগ্রামের ইতিহাস ও সমাজতান্ত্রিক মূল্যবোধের কথা তুলে ধরেন। সভার সভাপতিত্ব করেন সিপিআইএম বিলোনিয়া মহকুমা সম্পাদক বিজয় তিলক।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande