সীমান্তে ৭৬.৫ লক্ষ টাকার সোনা উদ্ধার, গ্রেফতার পাচারকারী
উত্তর ২৪ পরগনা, ১৭ অক্টোবর (হি.স.) : দক্ষিণবঙ্গ সীমান্তের ১৪৩তম ব্যাটালিয়নের জওয়ানরা একটি বড় সোনা পাচারের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। এক পাচারকারী হাতেনাতে ধরা পড়েছে এবং তার কাছ থেকে ৫৭৯ গ্রাম সোনা (একটি বিস্কুট) উদ্ধার করা হয়েছে, যার মূল্
সীমান্তে ৭৬.৫ লক্ষ টাকার সোনা উদ্ধার, গ্রেফতার পাচারকারী


উত্তর ২৪ পরগনা, ১৭ অক্টোবর (হি.স.) : দক্ষিণবঙ্গ সীমান্তের ১৪৩তম ব্যাটালিয়নের জওয়ানরা একটি বড় সোনা পাচারের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। এক পাচারকারী হাতেনাতে ধরা পড়েছে এবং তার কাছ থেকে ৫৭৯ গ্রাম সোনা (একটি বিস্কুট) উদ্ধার করা হয়েছে, যার মূল্য প্রায় ৭৬.৫০ লক্ষ টাকা।

বৃহস্পতিবার হাকিমপুর সীমান্ত ফাঁড়ি এলাকায় এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে, বিএসএফ সদস্যরা হাকিমপুর বাজার থেকে স্বরূপদহের দিকে যাওয়ার সময় একটি সন্দেহজনক গাড়ি থামায়। তল্লাশির সময় গাড়ির ড্যাশবোর্ডে কালো টেপে মোড়ানো একটি ধাতব টুকরো পাওয়া যায়। সেটা খোলা হলে, ভেতরে একটি সোনার বিস্কুট (বার) উদ্ধার করা হয়।

ধৃত ব্যক্তিকে, উদ্ধার করা সোনা এবং গাড়িটি পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande