এই রাজ্যে শিশু কন্যারা সুরক্ষিত নয় : রাজ্যপাল
কলকাতা, ১৭ অক্টোবর (হি. স.) :এই রাজ্যে শিশু কন্যারাও সুরক্ষিত নয়।দুর্গাপুরের ঘটনায় শুক্রবার রাজভবনে এই মন্তব্য করেছেন এ রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত মঙ্গলবার অকুস্থলে যান তিনি। এদিন রাজ্যপাল আরো বলেন, “বাংলা মেয়েদের জন্য নিরাপদ নয়। আইনশৃঙ
এই রাজ্যে শিশু কন্যারা সুরক্ষিত নয় : রাজ্যপাল


কলকাতা, ১৭ অক্টোবর (হি. স.) :এই রাজ্যে শিশু কন্যারাও সুরক্ষিত নয়।দুর্গাপুরের ঘটনায় শুক্রবার রাজভবনে এই মন্তব্য করেছেন এ রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত মঙ্গলবার অকুস্থলে যান তিনি। এদিন রাজ্যপাল আরো বলেন, “বাংলা মেয়েদের জন্য নিরাপদ নয়। আইনশৃঙ্খলা অবস্থা ভাল নেই। এটা আমার মতামত।” ঘটনাস্থল পরিদর্শন এবং নির্যাতিতা ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলে তাঁর এই উপলব্ধি হয়েছে বলে রাজ্যপাল জানান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো রিপোর্টে যা জানানোর জানিয়েছেন তিনি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande