দমদমে সন্তানের সামনেই শ্বাসরোধ করে স্ত্রীকে খুন, পলাতক স্বামী
দমদম, ১৭ অক্টোবর (হি. স.) : দমদমের ছাতাকল এলাকায় ১০ বছরের সন্তানের সামনেই শ্বাসরোধ করে স্ত্রীকে খুন করে পলাতক স্বামী। মৃত ওই মহিলার নাম বিউটি বোস। শুক্রবার ঘটনাটি ঘটে । ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে নাগের
দমদমে সন্তানের সামনেই শ্বাসরোধ করে স্ত্রীকে খুন, পলাতক স্বামী


দমদম, ১৭ অক্টোবর (হি. স.) : দমদমের ছাতাকল এলাকায় ১০ বছরের সন্তানের সামনেই শ্বাসরোধ করে স্ত্রীকে খুন করে পলাতক স্বামী। মৃত ওই মহিলার নাম বিউটি বোস। শুক্রবার ঘটনাটি ঘটে । ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে নাগেরবাজার থানা। অভিযুক্ত অমিত বোসের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

পুলিশের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা ছিল না। মাঝে মধ্যেই দু’জনের মধ্যে চলত বচসা। সেই আক্রোশ থেকেই এই খুনের ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। যদিও অন্য কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আর জি কর হাসপাতালে পাঠানো হয়েছে। শ্বাসরোধ করেই খুন নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের রিপোর্ট আসলেই স্পষ্ট হবে বলে দাবি পুলিশের।

স্থানীয় সূত্রে জানা যায়, দমদমের নাগেরবাজারের ছাতাকলের একটি বাড়ির দোতলায় ভাড়া থাকতেন ওই দম্পত্তি। তাঁদের ১০ বছরের একটি সন্তান আছে। অভিযোগ, মাঝে মধ্যেই ওই দম্পতির মধ্যে অশান্তি চলত। ছিল না বনিবনাও। এমনকী মাস দুয়েক ধরে তাঁরা দুজনে এক ঘরে থাকতেন না বলেও জানতে পেরেছেন পুলিশ আধিকারিকরা। কিন্তু বৃহস্পতিবার রাতে একঘরেই শুয়ে ছিলেন তাঁরা। অভিযোগ, সেই সময়ে ছেলের সামনেই স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেন অভিযুক্ত অমিত। শুধু তাই নয়, সবার নজর এড়িয়ে রাতেই আলমারি থেকে গয়না এবং টাকা পয়সা নিয়ে চম্পট দেন।

পরে ছেলের চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশিরা জড়ো হন। খবর যায় স্থানীয় নাগেরবাজার থানাতেও। অন্যদিকে মৃতার পরিবারের পক্ষ থেকে নাগেরবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্তও।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande