মুম্বই , ১৭ অক্টোবর (হি. স.) : ঋষভ শেঠির কান্তারা চ্যাপ্টার ১ মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে সাফল্য দেখা যায় । ছবিটি দেশীয় ও আন্তর্জাতিকভাবে ব্যাপক আয় করে তার অবস্থান মজবুত করেছে। ছবিটি কেবল ভারতেই নয়, বিদেশেও দর্শকদের মন জয় করছে। এটি এ বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ছবি।
শুক্রবার বক্স অফিসের তরফে জানা গেছে, ১৪তম দিনে কান্তারা চ্যাপ্টার ১ ১০.৫ কোটি টাকা আয় করেছে। তবে, ১৫তম দিনে ছবিটির আয়ের গতি কিছুটা কমেছে। প্রায় ৯ কোটি টাকা আয় করেছে। এর সঙ্গে , ছবিটির মোট ভারতীয় আয় এখন ৪৮৫.৪০ কোটি টাকায় পৌঁছেছে। এই প্রথম কোনও ছবি একদিনে একক অঙ্কের আয়ের রেকর্ড তৈরি করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন