বাজেয়াপ্ত বাজির পরিমাণ প্রকাশ করল লালবাজার
কলকাতা, ১৭ অক্টোবর, (হি.স.): ফানুস ও নিষিদ্ধ বাজির দাপটে লাগাম টানতে দীপাবলির প্রাক্কালে সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে পুলিশের চিরুনি তল্লাশি। বাজেয়াপ্ত বাজির পরিমাণ শুক্রবার এক্সবার্তায় প্রকাশ করলেন লালবাজারের কর্তারা। তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্
বাজেয়াপ্ত বাজির পরিমাণ প্রকাশ করল লালবাজার


কলকাতা, ১৭ অক্টোবর, (হি.স.): ফানুস ও নিষিদ্ধ বাজির দাপটে লাগাম টানতে দীপাবলির প্রাক্কালে সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে পুলিশের চিরুনি তল্লাশি। বাজেয়াপ্ত বাজির পরিমাণ শুক্রবার এক্সবার্তায় প্রকাশ করলেন লালবাজারের কর্তারা।

তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত মহানগরে ২৫৭২ কিলো নিষিদ্ধ শব্দবাজি ও বেআইনি আতসবাজি পুলিশ উদ্ধার করেছে। ২১টি মামলায় মোট চারজন গ্রেফতার হয়েছে। তারও আগে ২০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ৮টি মামলায় তিনজনকে গ্রেফতার করে ৪২৫ কিলো বাজি উদ্ধার হয়।

বৃহস্পতিবার পর্যন্ত পর্যন্ত ২৯টি মামলায় সাতজনকে গ্রেফতার করে ২৯৯৬ কিলো নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বাজি বিক্রেতাদের হাতে সবুজ বাজি নির্মাতাদের তালিকা দেওয়া হয়েছে। তাঁরা যে বাজি তৈরি করবেন, শুধু সেগুলোই ব্যবহার করা যেতে পারে।

কোনও দোকানে যাতে লুকিয়ে বা খোলাখুলি ফানুস বিক্রি না হয়, তা নিশ্চিত করতেও পুলিশ তল্লাশি চালচ্ছে। ফানুস সম্পর্কে পুলিশ সতর্কতা ও সচেতনতার প্রচার শুরু করেছে বলে লালবাজারের দাবি।

বৃহস্পতিবার টালা, ময়দান, বেহালা ও কালিকাপুরে শুরু হয়েছে বাজির বাজার। টালা বাজি বাজারের সাধারণ সম্পাদক শুভঙ্কর মান্না জানান, তাঁদের হাতে বাজি নির্মাতা ও বাজির তালিকা এসেছে। সেই অনুযায়ী বাজির বাজারে শুধু দূষণহীন সবুজ বাজি বিক্রি হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande