বানিহাল, ১৭ অক্টোবর (হি.স.) : জম্মু-কাশ্মীরের রামবান জেলায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক ধসে বিপর্যস্ত। ফলে যান চলাচল ব্যাহত হয়েছে।
শুক্রবার ভারতীয় জাতীয় মহাসড়ক প্রাধিকরণ (এনএইচএআই)-এর প্রকল্প আধিকারিক জানান, প্রায় ৪০ মিটার দৈর্ঘ্যের প্রাচীরটি ভেঙে পড়েছে। এর ফলে সংলগ্ন সাওনি পঞ্চায়েত সংযোগ সড়কও ধসে পড়েছে। তিনি বলেন, “চার লেনের জাতীয় সড়কের একদিক আপাতত বন্ধ রাখা হয়েছে। ধসের কারণ এখনও স্পষ্ট নয়।”
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত অংশটি দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করতে কাজ শুরু হয়েছে। আপাতত একটিমাত্র টানেল দিয়ে যান চলাচল হচ্ছে, ফলে ওই এলাকায় ট্রাফিকের গতি অনেকটাই মন্থর হয়ে পড়েছে। এনএইচএআই, জেলা প্রশাসন ও ট্রাফিক দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন, যাতে জম্মু ও কাশ্মীরকে দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত করা, সড়কে যত দ্রুত সম্ভব স্বাভাবিক যান চলাচল পুনরায় শুরু করা যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য