‘বহিরাগতরা ঢুকে স্থানীয়দের উচ্ছেদ করছে’, কাউন্সিলরদের সতর্কবার্তা মমতার
কলকাতা, ১৭ অক্টোবর, (হি.স.): “বহিরাগতরা এখানে ঢুকে বড় বড় বহুতল উঠছে আর তার জেরে স্থানীয় বস্‌তিবাসীকে উচ্ছেদ হতে হচ্ছে।” শুক্রবার এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পুজোর উদ্বোনী অনুষ্ঠানে এ বিষয়ে স্থানীয় কাউন্সিলরদের নজরদারির
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ১৭ অক্টোবর, (হি.স.):

“বহিরাগতরা এখানে ঢুকে বড় বড় বহুতল উঠছে আর তার জেরে স্থানীয় বস্‌তিবাসীকে উচ্ছেদ হতে হচ্ছে।” শুক্রবার এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পুজোর উদ্বোনী অনুষ্ঠানে এ বিষয়ে স্থানীয় কাউন্সিলরদের নজরদারির নির্দেশ দেন।

মুখ্যমন্ত্রীর এহেন আশঙ্কা অবশ্য নতুন নয়। গত সোমবারই উত্তরবঙ্গ থেকে ভবানীপুরের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন তিনি। পরিকল্পনামাফিক তাঁর নির্বাচনী কেন্দ্র ভবানীপুরকে বহিরাগত দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ শোনা গিয়েছিল তাঁর গলায়। বলেছিলেন “গরিব মানুষের বস্‌তি তুলে বড় বাড়ি হচ্ছে। তা আমি সর্মথন করি না। বাইরের লোক দিয়ে পরিকল্পনা করে এগুলো করা হচ্ছে। আমাদের ভোটারদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। যাঁরা বাংলায় থাকেন, কাজ করেন, তাঁরাই আমাদের মানুষ। গরিবদের সাহায্য করা আমাদের মানবিক কর্তব্য।”

শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি কাউন্সিলরদের বলছিলাম, কেন বস্‌তিগুলোকে তুলে সব ‘বাংলার বাড়ি’ করে দিচ্ছ না কেন? সেটাই তো ভালো হবে। কেউ বাইরে থেকে এসে একটা বাড়ি তৈরি করছে আর বস্‌তির ২০০ জনকে তাড়িয়ে দেবে, তা কী করে হয়? ওরা কি মানুষ নয়? তারা যে গরিব, সেটা তো দোষের নয়।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande