বাজি পোড়ানোর সময়সীমা বেঁধে দিল পুলিশ, অন্যথায় সাজা
কলকাতা, ১৭ অক্টোবর (হি.স.): দূষণ রোধে কালীপুজো এবং দিওয়ালিতে শব্দবাজি পোড়ানো রোখাই বড় চ্যালেঞ্জ কলকাতা পুলিশের। তা রুখতে ইতিমধ্যে নজরদারি বাড়ানো-সহ একাধিক পদক্ষেপ করা হয়েছে। এবার পরিবেশবান্ধব বাজি পোড়ানোর ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়
বাজি পোড়ানোর সময়সীমা বেঁধে দিল পুলিশ, অন্যথায় সাজা


কলকাতা, ১৭ অক্টোবর (হি.স.): দূষণ রোধে কালীপুজো এবং দিওয়ালিতে শব্দবাজি পোড়ানো রোখাই বড় চ্যালেঞ্জ কলকাতা পুলিশের। তা রুখতে ইতিমধ্যে নজরদারি বাড়ানো-সহ একাধিক পদক্ষেপ করা হয়েছে।

এবার পরিবেশবান্ধব বাজি পোড়ানোর ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে কলকাতা পুলিশ। নির্দিষ্ট সময়ের পর বাজি পোড়ালেই শাস্তি পাবে নিয়মভঙ্গকারী।

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে,আগামী সোমবার কালীপুজো ও দিওয়ালিতে রাত ৮টা থেকে ১০ টার মধ্যে বাজি পোড়াতে হবে। আগামী ২৮ অক্টোবর ছটপুজোয় সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে। নির্দিষ্ট সময়সীমার পর বাজি ফাটালে পেতে হবে শাস্তি।

সুপ্রিম কোর্ট, কলকাতা হাই কোর্ট এবং রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ মেনে প্রতিটি থানার অফিসার ইন চার্জকে পদক্ষেপ করার নির্দেশও দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande