আমবাসায় ব্রিজ নির্মাণের দাবিতে জাতীয় সড়ক অবরোধ
আমবাসা (ত্রিপুরা), ১৭ অক্টোবর (হি.স.) : ব্রিজ নির্মাণের দাবিতে শুক্রবার উত্তাল হয়ে উঠে ধলাই জেলার আমবাসা ব্লকের রাইপাশা এলাকা। দীর্ঘদিন ধরে ভগ্ন অবস্থায় থাকা স্টিলের ব্রিজের পরিবর্তে বাঁশের সেতু দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছে
সড়ক অবরোধ


আমবাসা (ত্রিপুরা), ১৭ অক্টোবর (হি.স.) : ব্রিজ নির্মাণের দাবিতে শুক্রবার উত্তাল হয়ে উঠে ধলাই জেলার আমবাসা ব্লকের রাইপাশা এলাকা। দীর্ঘদিন ধরে ভগ্ন অবস্থায় থাকা স্টিলের ব্রিজের পরিবর্তে বাঁশের সেতু দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন প্রায় এক হাজার পরিবার। স্থানীয়দের অভিযোগ, চার মাসের বেশি সময় ধরে বাঁশের ওই সেতুটি ভেঙে পড়ার উপক্রম হয়েছে এবং এটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।

এই পরিস্থিতির প্রতিবাদে এদিন রাইপাশা এলাকার বাসিন্দারা অসম- আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন। আমবাসার বেতবাগান এলাকায় সিআরপিএফ ক্যাম্পের সামনে ঘণ্টাব্যাপী চলে এই অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমবাসা থানার পুলিশ ও পূর্ত দফতরের আধিকারিকরা। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত স্থায়ী ব্রিজ নির্মাণের আশ্বাস দেওয়া হলে অবশেষে অবরোধ তুলে নেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, বহুবার প্রশাসনের দ্বারস্থ হওয়া সত্ত্বেও সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। এবার দ্রুত পদক্ষেপ না নিলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande