জাতীয় মেধা অন্বেষণ পরীক্ষা ২০২৫, সফলদের বৃত্তি প্রদান ও শংসাপত্র
কলকাতা, ১৭ অক্টোবর (হি. স.) : জাতীয় মেধা অন্বেষণ পরীক্ষা - ২০২৫ সম্পন্ন হয়েছে। শুক্রবার বিধাননগরের আইইএম – ইউইএম গোষ্ঠীর উদ্যোগে তা আয়োজন করা হয়। ‘ড. সত্যজিৎ চক্রবর্তী ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এগজামিনেশন সংক্ষেপে ''(এস সিএনটিএস ই - ২০২৫ )’– এ
জাতীয় মেধা অন্বেষণ পরীক্ষা - ২০২৫, শংসাপত্র ও বৃত্তি প্রদান


কলকাতা, ১৭ অক্টোবর (হি. স.) : জাতীয় মেধা অন্বেষণ পরীক্ষা - ২০২৫ সম্পন্ন হয়েছে। শুক্রবার বিধাননগরের আইইএম – ইউইএম গোষ্ঠীর উদ্যোগে তা আয়োজন করা হয়। ‘ড. সত্যজিৎ চক্রবর্তী ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এগজামিনেশন সংক্ষেপে '(এস সিএনটিএস ই - ২০২৫ )’– এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান এদিন শেষ হয়েছে। সারা ভারতের শ্রেষ্ঠ মেধাবী ছাত্রছাত্রীদের সম্মান জানানো হয়। উল্লেখ্য, প্রয়াত অধ্যাপক ড. সত্যজিৎ চক্রবর্তীর স্মৃতিতে এদিন আয়োজিত ওই প্রতিযোগিতায় নির্বাচিত বিজয়ীরা এক লাখ টাকার বৃত্তি ও শংসাপত্র তথা সার্টিফিকেট অফ এক্সেলেন্স হাতে পেয়ে আপ্লুত।

এদিনের অনুষ্ঠানে প্রত্যেকজন বক্তা - সৃজনশীলতা, অনুসন্ধান ও সমান সুযোগের সদ্ব্যবহারের প্রতি সমধিক গুরুত্ব আরোপ করেছেন। প্রেক্ষাগৃহে তান করতালি ও আনন্দের আবহ। আইইএম – ইউইএম গোষ্ঠী পড়ুয়াদের উদ্দেশ্যে তুলে ধরে এক স্পষ্ট বার্তা। আগামী ভবিষ্যতের কান্ডারীদের কাছে জানানো হয়েছে যে - শিক্ষা হল জাতির প্রথম ও প্রধান অগ্রগতির ভিত্তি। আর সেই সুন্দর ভবিষ্যতের লক্ষ্যেই সুযোগ্য নেতৃত্ব হিসেবে নিজেদেরকে গড়ে তুলছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ - তরুণী ও মেধাবীরা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande