পশ্চিম মেদিনীপুর, ১৭ অক্টোবর (হি.স.) : পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি থানা এলাকার অন্তর্গত নাচিপুরের বিষ্ণুনগর এলাকায় একটি পুকুরে নবজাতক কন্যা শিশুর দেহ ভেসে থাকতে দেখা যায়। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
কেশিয়ারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
হিন্দুস্থান সমাচার / সোনালি