মুম্বই, ১৭ অক্টোবর (হি.স.): টানা তিন দিনের উত্থানে প্রায় ৮৪ হাজারের কাছে পৌঁছে গেল সেনসেক্স। শুক্রবার সূচকটি ৪৮৪.৫৩ পয়েন্ট বেড়ে ৮৩,৯৫২.৫৩ অঙ্কে পৌঁছেছে। নিফ্টি ১২৪.৫৫ পয়েন্ট এগিয়ে হয়েছে ২৫,৭০৯.৮৫।
সকালের দিকে ডলারের নিরিখে টাকা অনেকটা এগোলেও পরের দিকে সেই শক্তি ধরে রাখতে পারেনি। দিনের শেষে ভারতীয় মুদ্রা বরং সামান্য পড়েছে। ১ ডলারের দাম ৪ পয়সা বেড়ে হয়েছে ৮৮ টাকা।
উল্লেখ্য, শুক্রবার সকালের দিকে লেনদেনের শুরুতে ভারতীয় শেয়ার বাজারের অভিমুখ ছিল বৃহস্পতিবারের থেকে নীচে। বেলা বাড়তেই সেই ঘাটতি পুষিয়ে ফের উঠতে শুরু করে সূচক। সকাল ১১টা নাগাদ সেনসেক্স ৪৪৩.৩৭ পয়েন্ট বেড়ে ৮৩,৯০৩.৬১ অঙ্কে পৌঁছেছিল। নিফ্টি ১২৪.১০ পয়েন্ট উঠে হয়েছিল ২৫,৭০৯.৬০।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ