শিমলা, ১৭ অক্টোবর (হি.স.): হিমাচল প্রদেশের শিমলা জেলায় ঘাস কাটতে গিয়ে পা পিছলে মৃত্যু মহিলার। ঘটনাটি ঘটেছে , নেরভা থানার অন্তর্গত ঘাসনি এলাকায়। জানা গেছে , ঘাস কাটতে গিয়ে পা পিছলে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়। হাসপাতাল থেকে পুলিশকে জানানো হয় যে, এক মহিলাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতার পরিচয় শনাক্ত করে। মৃতার নাম সীতা দেবী (৪৫)।
প্রাথমিক তদন্তে জানা গেছে, সীতা দেবী ঘাস কাটার সময় পা পিছলে খাড়াই থেকে নিচে পড়ে যান। এতে তার শরীরে গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়। শুক্রবার পুলিশ ময়নাতদন্তের পর দেহটি পরিবারকে হস্তান্তর করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য