নামী কিছু কালীপুজোর উদ্বোধন হল মুখ্যমন্ত্রীর হাত ধরে
কলকাতা, ১৭ অক্টোবর (হি.স.): পুজোর মরশুম শেষ হতে না হতেই দুয়ারে কড়া নাড়ছে আলোর উৎসব। আগামী সোমবার কালীপুজো। তার আগে শুক্রবার থেকেই কলকাতার নামী কালীপুজোগুলির উদ্বোধন হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। সূচনা হল গিরিশ পার্ক ফাইভ
কালীপুজোর উদ্বোধন হল মুখ্যমন্ত্রীর হাত ধরে


কলকাতা, ১৭ অক্টোবর (হি.স.):

পুজোর মরশুম শেষ হতে না হতেই দুয়ারে কড়া নাড়ছে আলোর উৎসব। আগামী সোমবার কালীপুজো। তার আগে শুক্রবার থেকেই কলকাতার নামী কালীপুজোগুলির উদ্বোধন হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে।

সূচনা হল গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের কালীপুজোর মণ্ডপ থেকে। সূত্রের খবর, এর পর মুখ্যমন্ত্রী জানবাজারের সম্মিলিত কালীপুজো সমিতি, শেক্সপিয়র সরণির ইয়ুথ ফ্রেন্ডস ক্লাবের কালীপুজোর উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনের সময় তিনি বলেন, “কাউন্সিলরদের বলছি, গরিব বস্‌তিবাসীদের উচ্ছেদের বিষয়টা নজরে রাখতে হবে। বহিরাগতরা এসে যেন বস্‌তিবাসীকে উচ্ছেদ করতে না পারে।”

পূর্ব ঘোষণা মতো মুখ্যমন্ত্রী শুক্রবার শেক্সপিয়র সরণির একটি কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠান থেকে কলকাতায় বৃষ্টি বিপর্যয়ে মৃতদের পরিবারের একজন সদস্যের হাতে তুলে দেন চাকরির নিয়োগপত্র। তাঁদের স্পেশাল হোমগার্ড পদে নিয়োগ করা হয়েছে। এছাড়া পরিবার পিছু ২ লক্ষ টাকার চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande