রাঁচি, ১৭ অক্টোবর (হি.স.) : ঝাড়খণ্ডে কুড়মি সমাজকে অনগ্রসর উপজাতি (এসটি) শ্রেণিতে অন্তর্ভুক্ত করার দাবির বিরুদ্ধে আদিবাসী সমাজের প্রতিবাদ ক্রমশই হচ্ছে। শুক্রবার রাঁচির ধুরভা এলাকার প্রভাত তারা ময়দানে “আদিবাসী হুঙ্কার র্যালি”-র আয়োজন করা হয়। আদিবাসী বাঁচাও মঞ্চের আহ্বানে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার আদিবাসী নাগরিক সমবেত হতে থাকেন এই সভাস্থলে।
র্যালিতে রাঁচি ছাড়াও খুঁটি, লোহারদাগা, গুমলা, সিমডেগা, লাতেহার, সিল্লি, মাণ্ডার ও চতরার মতো বিভিন্ন জেলা থেকে মানুষ ঐতিহ্যবাহী পোশাক পরে, ঢোল-নগাড়ার তালে তালে, হাতে তীর-ধনুক ও ধর্মীয় প্রতীক নিয়ে অংশ নিতে আসেন। তাঁদের হাতে ছিল বিভিন্ন রঙের পতাকা ও ব্যানারও। গোটা ময়দান জুড়ে বাজছিল ঢোলের ছন্দ, উজ্জ্বল পোশাকে আদিবাসী ঐক্যের এক অসাধারণ দৃশ্য দেখা যায়।
এই র্যালিতে ঝাড়খণ্ডের ৩৩টি উপজাতি — মুণ্ডা, সাঁওতাল, উরাঁও, খারিয়া, হো, বিরহোরসহ অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। সম্ভাব্য বিশাল ভিড় সামাল দিতে শতাধিক স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে।
অবসরপ্রাপ্ত নেতা প্রেম শাহী মুণ্ডা বলেন, “কুড়মি সমাজের এসটি মর্যাদার দাবি সম্পূর্ণ অসাংবিধানিক এবং এটি আদিবাসীদের আত্মপরিচয় ও সম্মানের উপর সরাসরি আঘাত।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আদিবাসী সমাজ তার পরিচয়, ঐতিহ্য ও অধিকার রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।”
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য