পাহাড়-ডুয়ার্স ঘুরে বাড়ি ফেরার পথে মৃত্যু দুই বাইক আরোহীর
গাজোল, ১৭ অক্টোবর (হি. স.) : শুক্রবার ভোরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ভ্রমণপিপাসু দুই বাইকারের। দুজনেই উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা। কয়েকদিন মজা করে বাড়ি ফিরছিলেন তারা। আসছিলেন শিলিগুড়ির দিক থেকে। গন্তব্য ছিল উত্তর ২৪ পরগনা। হয়তো আজ
পাহাড়-ডুয়ার্স ঘুরে বাড়ি ফেরার পথে মৃত্যু দুই বাইক আরোহীর


গাজোল, ১৭ অক্টোবর (হি. স.) : শুক্রবার ভোরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ভ্রমণপিপাসু দুই বাইকারের। দুজনেই উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা। কয়েকদিন মজা করে বাড়ি ফিরছিলেন তারা। আসছিলেন শিলিগুড়ির দিক থেকে। গন্তব্য ছিল উত্তর ২৪ পরগনা। হয়তো আজকেই বাড়ি পৌঁছে যেতেন। ১২ নম্বর জাতীয় সড়কে গাজোল কলেজ গেটের সামনে টোল প্লাজার কিছুটা দূরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই বাইক আরোহী।

পুলিশ সূত্রে জানা গেছে নিহত দুই যুবকের নাম সঞ্জু মণ্ডল (২৬)। বাড়ি উত্তর ২৪ পরগনার গোলাবাজার থানার এমডি কালাচাঁদ রোড এলাকায়। অপরজন সুবীর নাথ (২৬)। বাড়ি উত্তর ২৪ পরগনার পানিহাটি থানার অমরাপুরী নতুনপাড়া এলাকায়।

দুর্ঘটনার পরেই টোল প্লাজার কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে আসেন গাজোল থানার আইসি আশিষ কুন্ডু এবং ট্রাফিক ইনচার্জ হৃদয় ঘোষ। ওই দুই যুবককে উদ্ধার করে নিয়ে আসা হয় গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

টোল প্লাজা সূত্রে জানা গেছে, ভোর চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। কিন্তু কোনও গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে কিনা, বা কোনও গাড়ি পেছন থেকে মেরেছে কিনা তা জানা সম্ভব হয়নি। তবে বাইকের গতি যে তীব্র ছিল তা পরিষ্কার। দুর্ঘটনার পরই দুই বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়েছিলেন। বাইকটি পড়েছিল ডিভাইডার এর মাঝখানে। এক যুবকের মাথা ফেটে চৌচির। অন্য এক যুবকের বুকের মাঝখানে বেশ বড় গর্ত। টোল প্লাজার অ্যাম্বুল্যান্সে করে দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মৃত দুই যুবকের পরিবারে খবর দেওয়া হয়েছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য এদিন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঠিক কি কি কারনে দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande