আসানসোল ও গোরক্ষপুরের মাঝে অসংরক্ষিত বিশেষ ট্রেন
কলকাতা, ১৭ অক্টোবর (হি.স.) : পূর্ব রেলওয়ে দিওয়ালি ও ছট-এর জন্য আসানসোল ও গোরক্ষপুরের মাঝে অসংরক্ষিত বিশেষ ট্রেন চালাবে। ০৩৫২৯ আসানসোল – গোরক্ষপুর অসংরক্ষিত স্পেশাল ট্রেন ২২.১০.২০২৫ এবং ২৪.১০.২০২৫ তারিখে রাত ৮:৩০ মিনিটে আসানসোল থেকে ছেড়ে পরের দিন
আসানসোল ও গোরক্ষপুরের মাঝে অসংরক্ষিত বিশেষ ট্রেন


কলকাতা, ১৭ অক্টোবর (হি.স.) : পূর্ব রেলওয়ে দিওয়ালি ও ছট-এর জন্য আসানসোল ও গোরক্ষপুরের মাঝে অসংরক্ষিত বিশেষ ট্রেন চালাবে।

০৩৫২৯ আসানসোল – গোরক্ষপুর অসংরক্ষিত স্পেশাল ট্রেন ২২.১০.২০২৫ এবং ২৪.১০.২০২৫ তারিখে রাত ৮:৩০ মিনিটে আসানসোল থেকে ছেড়ে পরের দিন রাত ১০:৪৫ মিনিটে গোরক্ষপুর পৌঁছানোর কথা।

০৩৫৩০ গোরক্ষপুর – আসানসোল অসংরক্ষিত স্পেশাল ট্রেন ২৩.১০.২০২৫ এবং ২৫.১০.২০২৫ তারিখে দুপুর ১:৪৫ মিনিটে গোরক্ষপুর ছেড়ে পরের দিন রাত ০৩:৫০ মিনিটে আসানসোল পৌঁছানোর কথা।

ট্রেনটি পূর্ব রেলওয়ে অধিক্ষেত্রের চিত্তরঞ্জন, মধুপুর এবং জাসিডিহ স্টেশনগুলিতে উভয় দিকেই থামবে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande