বর্ধমান ও ফতোয়ার মাঝে অসংরক্ষিত বিশেষ ট্রেন
কলকাতা, ১৭ অক্টোবর, (হি.স.): পূর্ব রেলওয়ে দিওয়ালি ও ছট-এর জন্য বর্ধমান ও ফতোয়ার মাঝে অসংরক্ষিত বিশেষ ট্রেন চালাবে। ০৩০০৩ বর্ধমান – ফতোয়া মেমু এক্সপ্রেস বিশেষ ট্রেন ২১.১০.২৫ থেকে ২৫.১০.২০২৫ (৫টি ট্রিপ) পর্যন্ত বর্ধমান থেকে সকাল ১০:৪৫ মিনিটে ছাড়ব
বর্ধমান ও ফতোয়ার মাঝে অসংরক্ষিত বিশেষ ট্রেন


কলকাতা, ১৭ অক্টোবর, (হি.স.): পূর্ব রেলওয়ে দিওয়ালি ও ছট-এর জন্য বর্ধমান ও ফতোয়ার মাঝে অসংরক্ষিত বিশেষ ট্রেন চালাবে।

০৩০০৩ বর্ধমান – ফতোয়া মেমু এক্সপ্রেস বিশেষ ট্রেন ২১.১০.২৫ থেকে ২৫.১০.২০২৫ (৫টি ট্রিপ) পর্যন্ত বর্ধমান থেকে সকাল ১০:৪৫ মিনিটে ছাড়বে। ফতোয়া পৌঁছাবে একই দিনে রাত ৯:৩০ মিনিটে।

০৩০০৪ ফতোয়া - বর্ধমান মেমু এক্সপ্রেস স্পেশাল ২১.১০.২০২৫ থেকে ২৫.১০.২০২৫ (৫টি ট্রিপ) পর্যন্ত রাত ৯টায় ফতোয়া থেকে ছাড়বে। পরের দিন রাত ১০:৪৫ মিনিটে বর্ধমান পৌঁছানোর কথা। ট্রেনটি পূর্ব রেলওয়ে এক্তিয়ারের উপর দিয়ে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, জসিডিহ এবং সিমুলতলা স্টেশনে উভয় দিকে থামবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande