কলকাতা, ১৭ অক্টোবর, (হি.স.):পূর্ব রেলওয়ে দিওয়ালি ও ছট-এর জন্য কলকাতা ও গোরখপুরের মাঝে অসংরক্ষিত বিশেষ ট্রেন চালাবে।
০৩১৩৩ কলকাতা – গোরখপুর অসংরক্ষিত বিশেষ ট্রেন ২৪.১০.২০২৫ রাত ১১টা ৫৫-তে কলকাতা থেকে ছেড়ে পরের দিন সন্ধ্যা ৬ টায় গোরখপুর পৌঁছানোর কথা।
০৩১৩৪ গোরখপুর – কলকাতা অসংরক্ষিত বিশেষ ট্রেন ২৫.১০.২০২৫ তারিখে রাত ৯ টায় গোরখপুর থেকে ছেড়ে পরের দিন বেলা সওয়া তিনটায় কলকাতা পৌঁছানোর কথা।
ট্রেনটি পূর্ব রেলওয়ের এক্তিয়ারের উপর দিয়ে নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জাসিডিহ স্টেশনের উভয় দিকে থামবে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত