হাফলং (অসম), ১৭ অক্টোবর (হি.স.) : জুবিন গার্গের মৃত্যু-মামলায় অন্যতম অভিযুক্ত শেখরজ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রভা মহন্তকে পাঠানো হয়েছে ডিমা হাসাও জেলা সদরে অবস্থিত হাফলং উপ-কারাগারে।
আজ শুক্রবার গুয়াহাটিতে কামরূপ মেট্রো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম)-এর আদালত থেকে কঠোর নিরাপত্তা বলয়ে অসমের হৃদস্পন্দন জুবিন গার্গের মৃত্যু-মামলায় অন্য দুই অভিযুক্ত শেখরজ্যোতি গোস্বামী (জুবিনের ব্যান্ডমেট) এবং অমৃতপ্রভা মহন্তকে (গায়িকা) নিয়ে আসা হয়েছে হাফলং উপ-কারাগারে। গত বুধবার জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর ঘটনায় পাঁচ অভিযুক্ত যথাক্রমে শ্যামকানু মহন্ত (সিঙ্গাপুরে অনুষ্ঠানের আয়োজক), সিদ্ধার্থ শর্মা (জুবিনের ম্যানেজার), জুবিনের খুড়তুতো ভাই সন্দীপন গার্গ, গায়কের ব্যক্তিগত দুই নিরাপত্তা কর্মী নন্দেশ্বর বরা এবং পরেশ বৈশ্যকে বাকসা কারাগারে নেওয়ার পথে যে অনাকাঙ্ক্ষিত অশান্তির সৃষ্টি হয়েছিল, তার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য শেখরজ্যোতি এবং অমৃতপ্রভাকে হাফলং কারাগারে নিয়ে আসা হয়েছে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ৩ অক্টোবর শেখরজ্যোতি এবং অমৃতপ্ৰভাকে গ্রেফতার করে ১৪ দিনের হেফাজতে নিয়েছিন এসআইটি। গতকাল বৃহস্পতিবার রাতে ১৪ দিনের হেফাজত শেষ হলে আজ সকালে শেখরজ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রভা মহন্তকে গুয়াহাটির পানবাজারে অবস্থিত কামরূপ মেট্রো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হয়েছিল। শুনানি শেষে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট এই দুজনকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছেন। সিজেএম আদালত থেকে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সিআইডি-এসআইটি সহ বিশাল পুলিশ বাহিনী তাঁদের নিয়ে সোজা রওয়ানা হয় হাফলঙের উদ্দেশ্যে। সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ দুই অভিযুক্তকে নিয়ে বিশাল কনভয় এসে পৌঁছে হাফলং উপ-কারাগারে।
এদিকে এই দুই অভিযুক্তকে হাফলং উপ-কারাগারে নিয়ে আসাকে কেন্দ্র করে সমগ্র হাফলং শহরে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। কোনও অপ্রীতিকর পরিস্থিতির যাতে সৃষ্টি না হয় তার জন্য হাফলং উপ-কারাগার থেকে তার আশপাশ এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়া হয়। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও সিআরপিএফ।
এদিকে শেখরজ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রভা মহন্তকে নিয়ে আসার পর হাফলং থানার বাইরে কিছু জুবিন অনুরাগী ‘জয় জুবিন দা’, ‘জাস্টিস ফর জুবিন দা’ ধ্বনী দিতে থাকলে সঙ্গে সঙ্গে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। এক ইউটিউব ব্লগারের মোবাইলও কেড়ে নিয়েছে পুলিশ।
জুবিন গার্গের রহস্যজনক মৃত্যু-মামলায় অভিযুক্ত শেখরজ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রভা মহন্তকে হাফলং উপ-কারাগারে রাখা নিয়ে যাতে কোনও ধরনের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি না হয় তারজন্য সমগ্র নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছেন খোদ সিনিয়র পুলিশ সুপার ময়ঙ্ক কুমার।
হিন্দুস্থান সমাচার / বিশাখা / সমীপ
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব