উদয়পুর (ত্রিপুরা), ১৭ অক্টোবর (হি.স.) : “রক্ত দান মহৎ দান, রক্তের কোনও বিকল্প নেই”— এই মূলমন্ত্রকে সামনে রেখে শুক্রবার গোমতী জেলার উদয়পুরের গকুলপুর শাস্ত্রীজী সংঘের উদ্যোগে আয়োজিত হয় রক্তদান শিবির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া, গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কমল রিয়াংসহ সংস্থার সদস্য ও সদস্যারা। শিবিরে অংশগ্রহণকারীদের উৎসাহিত করে বিধায়ক বলেন, “এক বোতল রক্ত একটি মানুষের জীবন বাঁচাতে পারে। বিজ্ঞান আজও রক্তের বিকল্প আবিষ্কার করতে পারেনি। তাই সমাজের প্রতিটি মানুষকে রক্ত দানে এগিয়ে আসা উচিত।”
তিনি আরও বলেন, একজন সুস্থ মানুষ বছরে তিনবার রক্ত দান করতে পারেন। সেইসঙ্গে সংস্থাকে প্রতি তিন মাস অন্তর রক্ত দান শিবির আয়োজনের আহ্বান জানান।
শাস্ত্রীজী সংঘের পক্ষ থেকে জানানো হয়, মানবিক এই উদ্যোগ আগামীদিনেও অব্যাহত থাকবে। রক্ত দান শিবিরে অংশগ্রহণকারী দাতাদের ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, সমাজের সেবায় এই ধরনের উদ্যোগই মানবতার প্রকৃত উদাহরণ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ