আগরতলা, ১৭ অক্টোবর (হি.স.) : ত্রিপুরায় আবারও জোর কদমে সংগঠন গোছাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার উত্তর জেলার কুর্তি, কদমতলা ও সোনাছড়ি এলাকা থেকে মোট ৩৫ জন সক্রিয় সিপিআই(এম) কর্মী ও সমর্থক দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
আগরতলায় রাজ্য তৃণমূল কংগ্রেসের দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব শান্তনু সাহা সহ অন্যান্যরা।
সম্প্রতি রাজ্য দফতরে আক্রমণের ঘটনার পর রাজ্যে এসে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ বলেছিলেন— “ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। দল পুনরায় ঘর গোছানো শুরু করবে।” সেই কথার প্রতিফলনই যেন দেখা গেল শুক্রবারের এই যোগদান অনুষ্ঠানে।
নবাগতরা জানান, তারা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও রাজ্য নেতৃত্বের নির্দেশ মেনে রাজ্যে সংগঠনকে আরও শক্তিশালী করার কাজে অংশ নেবেন। রাজ্য নেতৃত্বের মতে, এই যোগদান ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের নবজাগরণের ইঙ্গিত দিচ্ছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ