আগরতলা, ১৭ অক্টোবর (হি.স.) : উন্নয়নমূলক কাজের পথে কোনও বাধা সহ্য করবে না আগরতলা পুর নিগম। প্রয়োজনে নিগম আইনি পদক্ষেপ নেবে—শুক্রবার আশ্রম চৌমুহনী এলাকার বিভিন্ন নির্মাণ কাজ পরিদর্শন শেষে এই কথা জানালেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
আগরতলা পুর নিগমের অধীন ২৩ ও ২৫ নম্বর ওয়ার্ড এলাকায় চলমান নর্দমা ও রাস্তা নির্মাণের কাজে কিছুটা বাধার মুখে পড়েছে স্মার্ট সিটি লিমিটেড ও নিগম কর্তৃপক্ষ। এই পরিস্থিতি পর্যালোচনায় এদিন এলাকাগুলি পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন পুর নিগমের কমিশনার, পূর্ত দফতরের আধিকারিক ও স্থানীয় দুই কর্পোরেটর।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, “শহরের স্থায়ী উন্নয়নের জন্য বিভিন্ন নির্মাণ কাজ চলছে। জনগণের সাময়িক অসুবিধা হলেও আগামী সাত থেকে আট মাসের মধ্যেই আগরতলা নতুন রূপে প্রকাশ পাবে। উন্নয়নের স্বার্থে কোনও আপোষ করা হবে না।” তিনি আরও জানান, “নির্মাণ কাজে কেউ বাধা দিলে নিগম আইনের পথে হাঁটবে।”
উল্লেখ্য, বর্ষাকালে জলাবদ্ধতার সমস্যা নিরসনে আগরতলা স্মার্ট সিটি লিমিটেড প্রায় ৪৬ কিলোমিটার রাস্তায় কভার ড্রেন নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে। জনগণকে স্থায়ী স্বস্তি দিতে এবং শহরের আধুনিক পরিকাঠামো গড়ে তুলতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ