গোকুলনগরে ১৩২ কেভি পাওয়ার সাব-স্টেশনের উদ্বোধন করলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ
বিশালগড় (ত্রিপুরা), ১৭ অক্টোবর (হি.স.) : কমলাসাগর বিধানসভার অন্তর্গত গোকুলনগর রাস্তামাথা এলাকায় বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে ১৩২ কেভি ক্ষমতাসম্পন্ন নতুন পাওয়ার সাব-স্টেশনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা
সাব স্টেশন উদ্বোধন


বিশালগড় (ত্রিপুরা), ১৭ অক্টোবর (হি.স.) : কমলাসাগর বিধানসভার অন্তর্গত গোকুলনগর রাস্তামাথা এলাকায় বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে ১৩২ কেভি ক্ষমতাসম্পন্ন নতুন পাওয়ার সাব-স্টেশনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, ব্লক চেয়ারপার্সন অতুসী দাস সহ বিদ্যুৎ নিগমের একাধিক আধিকারিক।

উদ্বোধনের পর গোকুলনগর খেলার মাঠে জনসভা হয়। সভায় বিদ্যুৎ নিগমের আধিকারিকরা নতুন ১৩২ কেভি সাব-স্টেশনের গুরুত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

মন্ত্রী রতনলাল নাথ বলেন, “ত্রিপুরা রাজ্য গঠনের পর ৫২ বছর পেরিয়েছে। এর মধ্যে ১০ বছর কংগ্রেস ও ৩৫ বছর সিপিএম ক্ষমতায় ছিল। বিজেপি মাত্র সাত বছর রাজ্যে সরকার পরিচালনা করছে, কিন্তু এই অল্প সময়ে বিদ্যুৎ পরিষেবায় আমূল পরিবর্তন এসেছে।”

তিনি আরও জানান, এই নতুন ১৩২ কেভি মেগা পাওয়ার সাব-স্টেশনের মাধ্যমে বিশালগড় ও কমলাসাগর এলাকার মানুষ বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা থেকে মুক্তি পাবে। পাশাপাশি তিনি বিদ্যুৎ নিগমের চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্প নিয়েও বিস্তারিত আলোচনা করেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande