সাব্রুম (ত্রিপুরা), ১৭ অক্টোবর (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার রুপাইছড়ি ব্লক প্রাঙ্গণে শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল বিশ্ব প্রবীণ দিবস। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন রুপাইছড়ি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) পৃতম দেবনাথ। দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রবীণ সমাজের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও যত্নের বার্তা পৌঁছে দেয় এই আয়োজনে।
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ৩৯ মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা স্বাস্থ্য আধিকারিক জ্যোতির্ময় দাস, সাব্রুম মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত, মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার, সমাজসেবক বিপুল ভৌমিক, সমাজসেবক অজিত দেবনাথ ও ব্লক চেয়ারপার্সন রাখি ত্রিপুরা প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা তাঁদের বক্তব্যে সমাজে প্রবীণ নাগরিকদের ভূমিকা ও অবদান তুলে ধরেন। তাঁরা বলেন, “প্রবীণরা সমাজের অভিজ্ঞতার ভাণ্ডার। তাঁদের জীবনের অভিজ্ঞতা আগামী প্রজন্মের জন্য দিশারী।” এছাড়াও বক্তারা বার্তা দেন, প্রবীণদের প্রতি ভালোবাসা, সম্মান ও যত্ন প্রদর্শন করা সমাজের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রবীণদের প্রতিভা প্রদর্শনী। প্রবীণরা গান, বাঁশি বাজানো ইত্যাদির মাধ্যমে তাঁদের শিল্পগুণ তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে তাঁদের হাতে উপহার ও স্মারক মোমেন্টো তুলে দেন অতিথিরা, যা উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে।
প্রবীণদের স্বাস্থ্যসচেতনতা বাড়াতে আয়োজিত হয় মেগা হেলথ ক্যাম্প। এই শিবিরে রুপাইছড়ি স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারা সহ একাধিক বিশেষজ্ঞ ডাক্তার উপস্থিত থেকে স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দেন। রক্তচাপ, ডায়াবেটিস, চোখ ও হাঁপানি রোগ সংক্রান্ত বিনামূল্যে চেকআপের ব্যবস্থা ছিল।
এছাড়াও অনুষ্ঠানে স্বসহায়ক দলের সদস্যারা তাঁদের তৈরি নানা পণ্য—হাতের কাজ, গৃহস্থালী সামগ্রী ও খাদ্যপণ্য—নিয়ে স্টল প্রদর্শন করেন, যা দর্শকদের আকর্ষণ করে।
স্থামীয়দের মতে, গোটা অনুষ্ঠানটি রুপাইছড়ি ব্লকের ঐক্য, শ্রদ্ধা ও মানবিক মূল্যবোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে এই আয়োজন প্রবীণদের মুখে যেমন হাসি ফুটিয়েছে, তেমনি সমাজে নতুন করে চিন্তার খোরাক জুগিয়েছে — প্রবীণদের প্রতি যত্নই মানবতার শ্রেষ্ঠ প্রকাশ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ