কলকাতা, ১৮ অক্টোবর (হি.স.) : শুক্রবার সকালে দমদমের নাগেরবাজার এলাকায় এক মহিলাকে খুনের ঘটনায় পুলিশ শনিবার মৃত মহিলার স্বামী অমিত বোসকে গ্রেফতার করেছে।
নাগেরবাজারে এক আত্মীয়ের বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে পুলিশ হেফাজতের আবেদন সহ আদালতে হাজির করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দম্পতির মধ্যে সম্পর্কের টানাপোড়েন ছিল এবং অভিযুক্ত তার স্ত্রীকে সন্দেহ করত। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর অভিযুক্ত বীরভূমে পালিয়ে যায় কিন্তু পরে ফিরে আসে। এরপর এদিন পুলিশ তাকে গ্রেফতার করে।
হিন্দুস্থান সমাচার / সোনালি