কাটিহার, ১৮ অক্টোবর (হি.স.) : বিহারের বিধানসভা নির্বাচনের আগে আদর্শ আচরণবিধি কার্যকরের অংশ হিসেবে তল্লাশি অভিযানে বড় সাফল্য পেল কাটিহার পুলিশ। জেলার রৌতাড়া থানা এলাকার টোল প্লাজার কাছে অভিযানে উদ্ধার হয়েছে ৩ কেজি ১২০ গ্রাম রুপো সহ নগদ ৫ লক্ষ ৭০০ টাকা।জেলা পুলিশ সুপারের নির্দেশে বিভিন্ন এলাকায় চলছে যানবাহন তল্লাশি। সেই সময় সন্দেহজনক একটি গাড়িকে আটক করে তার ভিতর থেকে নগদ টাকা ও রুপো পাওয়া যায়।
শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির কাছে বৈধ কাগজপত্র বা উৎস সংক্রান্ত কোনও সন্তোষজনক জবাব পাওয়া যায়নি। ফলে উদ্ধার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন , পুরো ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং নির্বাচনের সময়ে বেআইনি অর্থ লেনদেন রুখতে অভিযান আরও জোরদার করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য