ধনতেরাসে কলকাতায় ভিড় সোনার দোকানে, খুশি স্বর্ণ ব্যবসায়ীরা
কলকাতা, ১৮ অক্টোবর (হি.স.): সোনার ঊর্ধ্বমুখী দাম সত্ত্বেও ধনতেরাসে কলকাতার বিভিন্ন সোনার দোকানে দেখা গেল ক্রেতাদের। তাতে স্বর্ণ ব্যবসায়ীরা। কথিত আছে সমুদ্র মন্থনের সময় আজকের দিনেই ধন ও ঐশ্বর্যের দেবী অমৃত কলস নিয়ে আবির্ভুত হয়েছিলেন। সমৃদ্ধির প্রতীক
ধনতেরাসে কলকাতায় ভিড় সোনার দোকানে, খুশি স্বর্ণ ব্যবসায়ীরা


কলকাতা, ১৮ অক্টোবর (হি.স.): সোনার ঊর্ধ্বমুখী দাম সত্ত্বেও ধনতেরাসে কলকাতার বিভিন্ন সোনার দোকানে দেখা গেল ক্রেতাদের। তাতে স্বর্ণ ব্যবসায়ীরা। কথিত আছে সমুদ্র মন্থনের সময় আজকের দিনেই ধন ও ঐশ্বর্যের দেবী অমৃত কলস নিয়ে আবির্ভুত হয়েছিলেন। সমৃদ্ধির প্রতীক হিসেবে দিনটি পালিত হয়। এই দিনে কুবের ও লক্ষ্মীর আরাধনা করা হয়। ধনতেরাস উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তে বাজারগুলি নানা পসরায় সেজে উঠেছে।

আরআর আগরওয়াল জুয়েলার্সের পরিচালক রতন লাল আগরওয়াল বলেন, সোনার দাম বেড়েছে, কিন্তু গ্রাহকরা মনে করছেন আগামী দিনে এটি আরও বাড়বে, তাই ধনতেরাস উপলক্ষ্যে গ্রাহকরা নিজেদের জন্য সোনা কিনছেন। এবার বিক্রি গত বছরের তুলনায় কিছুটা কম হতে পারে, পরিমাণের দিক থেকেও কম হবে, তবে টাকার দিক থেকে তা পূরণ হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande