উত্তর ২৪ পরগনা, ১৮ অক্টোবর, (হি.স.): বাংলাদেশের সাতক্ষীরার ভোটার তালিকায় গোটা পরিবারের নাম রয়েছে। আবার এ দেশেরও ভোটার তালিকায় তাঁদের নাম নথিভুক্ত রয়েছে। আছে ভোটার এবং আধার কার্ড-ও।
এ নিয়ে শনিবার গোবরডাঙা থানার পায়রাগাছি এলাকায় শোরগোল হয়। অভিযোগ, অবৈধ ভাবে এ দেশে রয়েছেন পেশায় চিকিৎসক গৌতম ঢালী ও তাঁর পরিবার। খবর নিতে ওই বাড়িতে গিয়েছে পুলিশ।
গৌতমের বাবা তারকনাথ জানিয়েছেন, তিনি বছর দশেক আগে বাংলাদেশ থেকে বাংলায় আসেন। তার পর উত্তর ২৪ পরগনাতেই বসবাস করছেন। কী ভাবে ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি পেলেন, তা বিস্তারিত ভাবে বলেননি তিনি। তবে তাঁর দাবি, ‘‘বহু বছর হল আর বাংলাদেশ ফিরিনি।’’
স্থানীয়েরা জানাচ্ছেন, শুধু তারকনাথ নন, তাঁর কয়েক জন আত্মীয় সম্প্রতি বাংলাদেশ থেকে এ দেশে এসে ভোটার তালিকায় নাম তুলেছেন। তাঁদের মধ্যে কেউ কেউ সরকারি চাকরিও করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত