প্রচলিত প্রথার বাইরে দেবী সিদ্ধেশ্বরীর মূর্তি লায়ন্স ইউথ ক্লাবের পুজোয়
কলকাতা, ১৮ অক্টোবর (হি.স.): ২৯তম বর্ষে পা দিল অবিনাশ কবিরাজ স্ট্রিটের সংযোগস্থলে, লায়ন্স ইউথ ক্লাব পরিচালিত কালীপুজো। দেবী কালী এখানে ‘সিদ্ধেশ্বরী কালী’ রূপে পূজিতা। তাঁর উচ্চতা ১৮ ফুট। মুকুট সহ ২৩/২৪ ফুট উচ্চতা বিশিষ্ট এই কালী মূর্তি। এই পুজো ঘির

 
প্রচলিত প্রথার বাইরে দেবী সিদ্ধেশ্বরীর মূর্তি লায়ন্স ইউথ ক্লাবের পুজোয়

 
কলকাতা, ১৮ অক্টোবর (হি.স.): ২৯তম বর্ষে পা দিল অবিনাশ কবিরাজ স্ট্রিটের সংযোগস্থলে, লায়ন্স ইউথ ক্লাব পরিচালিত কালীপুজো। দেবী কালী এখানে ‘সিদ্ধেশ্বরী কালী’ রূপে পূজিতা। তাঁর উচ্চতা ১৮ ফুট। মুকুট সহ ২৩/২৪ ফুট উচ্চতা বিশিষ্ট এই কালী মূর্তি। এই পুজো ঘিরে গোটা অঞ্চলে প্রতি বছরই বিশেষ উদ্দীপনা তৈরি হয়।

প্রচলিত প্রথার বাইরে দেবী সিদ্ধেশ্বরীর মূর্তির অবয়বে বিপরীত দিকে মাথা রেখে শায়িত থাকেন স্বয়ং মহাদেব। দেবী কালী ডান পায়ের বদলে মহাদেবের বুকের উপর বাম পা তুলে রাখেন। তাই স্থানীয় অঞ্চলে তিনি বামা কালী নামে পরিচিত। আবার ২৪ ফুট উচ্চতার জন‍্য বহু মানুষের কাছে তাঁর নাম বড় কালী। ১৯ বছর ধরে এই মাতৃপ্রতিমা তৈরি করছেন শিল্পী জয়ন্ত বড়ুয়া।

পুজো কমিটির সম্পাদক আকাশ সাউ জানালেন, বহুবার এহেন মূর্তির অদল বদল করার চেষ্টা হয়েছে। কিন্তু তাতে নানা বাধা বিপত্তি তৈরি হয়েছে। তাই দেবীকে বামা কালী রূপেই এখানে পুজো করা হয়। পুজোর দিন মানত করে বহু মানুষ এখানে পাঁঠা নিবেদন করেন। সেই মাংসই রান্না করে প্রসাদ হিসাবে বিতরণ করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande