দীপাবলিতে স্বাস্থ্য দফতর সতর্ক মোডে, ২৪ ঘণ্টা চালু থাকবে চিকিৎসা পরিষেবা
দেহরাদূন, ১৮ অক্টোবর (হি.স.) : দীপাবলি উৎসবকে সামনে রেখে উত্তরাখণ্ড সরকার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে সম্পূর্ণ সক্রিয় ও সতর্ক রাখার নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ও স্বাস্থ্যমন্ত্রী ডঃ ধন সিং রাওয়াতের নির্দেশে স্বাস্থ্য দফতর সব জেলা
দীপাবলিতে স্বাস্থ্য দফতর সতর্ক মোডে, ২৪ ঘণ্টা চালু থাকবে চিকিৎসা পরিষেবা


দেহরাদূন, ১৮ অক্টোবর (হি.স.) : দীপাবলি উৎসবকে সামনে রেখে উত্তরাখণ্ড সরকার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে সম্পূর্ণ সক্রিয় ও সতর্ক রাখার নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ও স্বাস্থ্যমন্ত্রী ডঃ ধন সিং রাওয়াতের নির্দেশে স্বাস্থ্য দফতর সব জেলা প্রশাসন ও চিকিৎসা প্রতিষ্ঠানকে সতর্ক মোডে রেখেছে, যাতে যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

শনিবার মুখ্যমন্ত্রী ধামি জানিয়েছেন, “উৎসবের আনন্দ তখনই অর্থবহ যখন প্রত্যেক নাগরিক নিরাপদ ও সুস্থ থাকে।” তিনি সব হাসপাতাল, অ্যাম্বুল্যান্স পরিষেবা ও জরুরি চিকিৎসা বিভাগকে ২৪ ঘণ্টা সক্রিয় রাখতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি চিকিৎসাকর্মীদের পর্যাপ্ত নিয়োগ, প্রয়োজনীয় ওষুধ ও যন্ত্রপাতির মজুত, রক্তব্যাঙ্ক ও বার্ন ইউনিটগুলির কার্যক্ষমতা নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য সচিব ডঃ আর. রাজেশ কুমার জানিয়েছেন, দীপাবলির সময় কোনও অগ্নিকাণ্ড, দুর্ঘটনা বা অন্যান্য স্বাস্থ্যজরুরি পরিস্থিতির আশঙ্কা মাথায় রেখে হাসপাতাল, ট্রমা সেন্টার ও কন্ট্রোল রুমগুলি সম্পূর্ণভাবে সচল রাখা হয়েছে। তিনি বলেন, ১০৮ ন্যাশনাল অ্যাম্বুল্যান্স সার্ভিস, জেলা কন্ট্রোল রুম এবং হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও প্যারামেডিক স্টাফের ডিউটি নির্ধারিত করা হয়েছে।তিনি আরও জানান, অগ্নিনির্বাপন, পুলিশ, পরিবহন ও স্বাস্থ্য দফতরের মধ্যে সমন্বয় জোরদার করা হয়েছে, যাতে যে কোনও পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া যায়। ভিড়ভাট্টা এলাকায়, বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন ও বাজারে মোবাইল মেডিক্যাল ইউনিট মোতায়েন থাকবে।

নাগরিকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিব দু’জনেই আবেদন জানিয়েছেন, দীপাবলিতে নিরাপত্তা বিধি মেনে উৎসব পালন করুন। আতসবাজি ব্যবহারে সতর্ক থাকুন, বিদ্যুৎ যন্ত্রপাতি সচেতনভাবে ব্যবহার করুন এবং কোনও দুর্ঘটনা ঘটলে অবিলম্বে ১০৮ হেল্পলাইনে যোগাযোগ করুন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande