চেন্নাই, ১৮ অক্টোবর (হি.স.): দেশের অন্যান্য রাজ্যের মতো তামিলনাড়ুতেও দীপাবলির উৎসবের উচ্ছ্বাস দেখা যাচ্ছে। শনিবার ধনত্রয়োদশা বা ধনতেরস। বাজারগুলো ভিড় এবং ক্রেতাদের চাহিদায় মুখর। তবুও, চেন্নাইয়ের বাজারে মদুরাই চমেলির বাড়তি দাম সহ অন্যান্য ফুলের দাম ক্রেতাদের চিন্তায় ফেলেছে।
দীপাবলি উৎসব ২০ অক্টোবর উদযাপিত হবে, তাই বাজারে ক্রেতাদের ভিড় বেশি।তবে কিছু প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিতে ক্রেতারা চিন্তিত। দীপাবলির আগে কাপড়, বাসনপত্র, সজ্জাসামগ্রী, পুজোর সামগ্রী, নারকেল, ফুল ও অন্যান্য সামগ্রীর দাম বেড়েছে।
মদুরাই জেলার উসিলামপট্টি ফুল বাজারে মদুরাই চমেলির দাম দারুণভাবে বেড়েছে। কয়েকদিন আগে প্রতি কিলো ৫০০ টাকা দরে বিক্রি হত, তবে দীপাবলিতে তা প্রতি কিলো ২,০০০ টাকা পর্যন্ত পৌঁছেছে। মদুরাইয়ের মট্টুথবানি এমজিআর বাস স্ট্যান্ড এলাকায় একটি ফুল শপিং কমপ্লেক্সে চমেলির ফুল জেলা থেকে আনা হয়। এর মধ্যে রয়েছে বাদিপট্টি, আলানগানল্লূর, পালামেদু, থিরুপারনকুন্দ্রম, আভিউর, ভালিয়ানকুলম, থিরুমঙ্গলম, উসিলামপট্টি ও করুমতুর। মদুরাই চমেলির পাশাপাশি বিভিন্ন ধরনের ফুল আসে থেনি, ডিন্দিগুল, শিবগঙ্গা, রামনাথপুরম, বিরুধুনগর থেকে।
হোলসেল ফ্লোরিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি জানিয়েছেন, দীপাবলির আগে ফুলের সরবরাহ বাড়ার আশা ছিল। তবে মদুরাই জেলায় সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে ফুলের উৎপাদন কম হয়েছে। প্রতিদিন বাজারে মাত্র ২–২.৫ টন চমেলি ফুল আসছে। দীপাবলিতে ফুলের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
মদুরাই চমেলির গন্ধ ও মান খুবই বিশেষ, তাই এটি কেবল তামিলনাড়ুতেই নয়, আন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরল, পুডুচেরি ছাড়াও সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই-য়ও রপ্তানি করা হয়। ২০১২ সালে কেন্দ্রীয় সরকার মদুরাই চমেলিকে ভৌগোলিক নির্দেশক (জিআই) প্রদান করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য