মহারাষ্ট্র : ওয়াশিমে তিনটি যানবাহনের সংঘর্ষে মৃত তিন, আহত ৮
মুম্বই, ১৮ অক্টোবর (হি.স.) : মহারাষ্ট্রের ওয়াশিমে তিনটি যানবাহনের ভয়াবহ সংঘর্ষে ঘটে। করঞ্জা-পোহা রোডে তুলজাপুর ড্যামের কাছে শনিবার দুইটি রিকশা এবং একটি পিকআপ ভ্যানের সংঘর্ষের জেরে প্রাণ হারায় তিন জন। দুর্ঘটনায় জেরে আরও ৮ জন আহত হয়। খবর পেয়ে পুলি
মহারাষ্ট্র : ওয়াশিমে তিনটি যানবাহনের সংঘর্ষে মৃত তিন, আহত ৮


মুম্বই, ১৮ অক্টোবর (হি.স.) : মহারাষ্ট্রের ওয়াশিমে তিনটি যানবাহনের ভয়াবহ সংঘর্ষে ঘটে। করঞ্জা-পোহা রোডে তুলজাপুর ড্যামের কাছে শনিবার দুইটি রিকশা এবং একটি পিকআপ ভ্যানের সংঘর্ষের জেরে প্রাণ হারায় তিন জন। দুর্ঘটনায় জেরে আরও ৮ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে , আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, পিকআপটি ভ্যানটি করঞ্জার দিকে দ্রুত গতিতে যাচ্ছিল। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা এক যাত্রীবোঝাই রিকশা পিকআপক ভ্যানে ধাক্কা দেয়। এই রিকশার পিছনে একটি পণ্য পরিবহনকারী রিকশাও ছিল, যা দুর্ঘটনার কবলে পড়ে। নিহতদের নাম শালিনী লোকহান্ডে (৩৫), নিলেশ বনবাসরে (২৫) এবং মারুতি শিন্দে (৭০) যারা ঘটনাস্থলেই প্রাণ হারায় । পুলিশ তিনজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে , গুরুতর আহতদের আকোলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।এছাড়াও তিনজন আহতের অবস্থা সংকটজনক।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande