কালীপুজোয় মেট্রো কম, তবে বিশেষ বন্দোবস্ত
কলকাতা, ১৮ অক্টোবর, (হি.স.): দুর্গাপুজোর পর কালীপুজোতেও যাত্রীদের কথা ভেবে বিশেষ মেট্রোর বন্দোবস্ত। সোমবার কালীপুজোয় প্রতিটি রুটেই রাতে শেষ মেট্রোর সময়সীমা বাড়ছে। ভিড় সামাল দিয়ে যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখাই এখন বড় চ্যালেঞ্জ মেট্রো কর্তৃপক্ষের।
মেট্রো পরিষেবা


কলকাতা, ১৮ অক্টোবর, (হি.স.): দুর্গাপুজোর পর কালীপুজোতেও যাত্রীদের কথা ভেবে বিশেষ মেট্রোর বন্দোবস্ত। সোমবার কালীপুজোয় প্রতিটি রুটেই রাতে শেষ মেট্রোর সময়সীমা বাড়ছে। ভিড় সামাল দিয়ে যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখাই এখন বড় চ্যালেঞ্জ মেট্রো কর্তৃপক্ষের।

ব্লু লাইন অর্থাৎ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রতিদিন ২৭২টি মেট্রো চলে। তবে কালীপুজোয় চলবে মোট ১৪৪টি। সকাল ৬টা ৫০ মিনিটের পরিবর্তে নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম রুটে সকাল ৭.৫৪ মিনিটে শুরু হবে পরিষেবা। সকাল ৬টা ৫৪ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর মেট্রো পরিষেবা শুরু হবে।

মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সকাল ৬টা ৫৫ মিনিটের বদলে সকাল ৮টায় শুরু হবে প্রথম মেট্রো পরিষেবা। তবে এই রুটে রাতের মেট্রো পরিষেবার সময়সীমা বাড়বে। রাত ৯টা ২৮ মিনিটের বদলে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫১ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রাত ৯টা ৩৩ মিনিটের বদলে শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande