বাঁকুড়া, ১৮ অক্টোবর (হি.স.) : দীপাবলি ও কালীপুজোর আগে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে শনিবার বাঁকুড়া রেলস্টেশনজুড়ে চিরুনি তল্লাশি চালানো হয়। আরপিএফের অফিসার ইনচার্জ তপন কুমার রায় জানান, নাশকতার আশঙ্কা এড়াতেই এই তল্লাশি অভিযান পরিচালিত হয়েছে।
স্টেশনের টিকিট কাউন্টার, প্ল্যাটফর্ম, সিঁড়ি, ট্রেনের কামরা এবং রেললাইন সংলগ্ন এলাকাসহ প্রতিটি স্থানে বোম ডিটেকশন স্কোয়াড (বিডিএস) ও ডগ স্কোয়াডের মাধ্যমে তল্লাশি চালানো হয়। দক্ষিণ-পূর্ব রেলের পরিভাষায় এই ধরনের অভিযানের নাম “এরিয়া ডমিনেশন”।
এই বিশেষ অভিযানে খড়গপুর জিআরপি জেলার বিডিএস টিম ও ডগ স্কোয়াড অংশ নেয়। বাঁকুড়া জিআরপি ও আরপিএফের যৌথ উদ্যোগে গোটা তল্লাশি অভিযানটি সম্পন্ন হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট